ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর থিম ওমর প্লাজায় গ্র্যান্ড র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত র্যাফেল ড্র উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক সাংবাদিক সিরাজী ফেরদৌস ইমন ও সোমার সঞ্চালনায় অতিথি ছিলেন, শিমুল মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বেরাজ আহমেদ, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর রশিদ হায়দার ময়না, কাকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ।
এসময় উপস্থিত ছিলেন, গোগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মজিবর রহমান, তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (প্রদীপ সরকার), প্রবীন সাংবাদিক সুজাউদ্দিন ছটন, কাজী নাজমুল ইসলাম, সরকার দুলাল মাহবুব, হেলেন খান প্রমুখ।
থিম ওমর প্লাজার উদ্যোগে প্রতিবছরই গ্র্যান্ড র্যাফেল ড্র হয়ে থাকে। এবারের র্যাফেল ড্র এর ১ম পুরস্কার ছিল অলটু ৮০০সিসি কার। এছাড়াও মোটরসাইকেল, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পদের মোট ২৬টি পুরস্কার প্রদান করা হয়।