IMG-LOGO

শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
Home >> খেলা >> টপ নিউজ >> শিরোপা ধরে রাখার মিশনে প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড

শিরোপা ধরে রাখার মিশনে প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘মুকুট পরা শক্ত, কিন্তু তা ত্যাগ করা আরও কঠিন’- বাংলাদেশ যুবাদের অবস্থা হয়েছে এমনই। সবশেষ আসরের চ্যাম্পিয়ন হিসেবেই পরের বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে টাইগার যুবারা।

আগামী বছরের ১৪ জানুয়ারি গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হবে ১৪তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর গ্রুপ-এ তে থাকা বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ জানুয়ারি সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্কে ইংল্যান্ডের বিপক্ষে।

গ্রুপ পর্বে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ হলো কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। কানাডার বিপক্ষে বাংলাদেশি যুবারা মাঠে নামবে ২০ জানুয়ারি সেন্ট কিটস এন্ড নেভিসের কোনারি ক্রিকেট সেন্টারে। আর ২২ জানুয়ারি ওয়ার্নার পার্কেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২২ এর গ্রুপিং

গ্রুপ এ: বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ বি: ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা
গ্রুপ সি: আফগানিস্তান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে
গ্রুপ ডি: অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ

আগামী ১ ফেব্রুয়ারি ও ২ ফেব্রুয়ারি- দুই সেমিফাইনাল হবে অ্যান্টিগার দুটি ভিন্ন স্টেডিয়ামে। যেখানে প্রথম সেমিফাইনাল হবে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ও দ্বিতীয়টি হবে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে। ৫ ফেব্রুয়ারি ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে ১৪তম যুব বিশ্বকাপের ফাইনাল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ শিরোপাজয়ী দল হলো ভারত। তারা এ পর্যন্ত চারবার জিতেছে যুব বিশ্বকাপ। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার যুব বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া আর পাকিস্তান জিতেছে দুইবার। একবার করে জিতেছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে ভারতকে হারিয়ে প্রথম যুব বিশ্বকাপ জিতে বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন আকবর আলি, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলামরা। তাই শামিম-শরিফুলদের উত্তরসূরি এসএম মেহরব-আইচ মোল্লাদের কাঁধে দায়িত্বটা একটু কঠিনই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news