IMG-LOGO

শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেলকুচি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুলের নির্বাচনী পথসভাআ.লীগের পতনের আগে বিএনপি কোন নির্বাচনে যাবে না : আমিনুল‘দলীয় সিদ্ধান্ত আর নির্বাচন কমিশনের আইন এক নয়’উত্তেজনায় ইরান ইসরাইলবিয়ে না করলেও ৩ সন্তান নিয়ে সংসার করছেন মিমি চক্রবর্তীনন্দীগ্রামে এক রাতে ৪ গরু চুরিশিক্ষা প্রতিষ্ঠানে ৭ দিন ছুটি ঘোষণাহজ প্যাকেজের খরচ কমলোফের অনলাইনে বদলি আবেদনের সুযোগ প্রাথমিক শিক্ষকদেরআরও তিন দিন থাকবে তাপপ্রবাহভোটে হেরে ডিপজলকে নিয়ে যা বললেন নিপুণবাড়তে পারে তেলের দামইসরায়েলে হামলার বিষয়ে যা জানাল ইরানবগুড়া-৪ আসনের সাবেক এমপির শুভেচ্ছা বিনিময়বেলকুচিতে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের এই দিনের ইতিহাস

আজকের এই দিনের ইতিহাস

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ২২ জানুয়ারি, ২০২২, শনিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭৬০ – ভারতে অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু হয়।

১৭৭১ – স্পেন ব্রিটেনের কাছে ফকল্যান্ড দ্বীপের অধিকার ছেড়ে দেয়।

১৮৭৯ – ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়।

১৯০৫ – রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত রবিবারের ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে এক লক্ষ বিশ হাজার শ্রমিক কর্মচারী শীতপ্রাসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারে গুলি চালনায় বহু শ্রমিক নিহত হয়।

১৯২৭ – লন্ডনে ফুটবল প্রতিযোগিতার প্রথম ধারভাষ্য প্রচারিত হয়।

১৯৫৭ – সিনাই উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়।

১৯৬৩ – ফ্রান্সের প্রেসিডেন্ট দ্যগল ও জার্মানির চ্যান্সেলর আডেনাউয়ার প্যারিসে ফ্রান্স- জার্মানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।

১৯৭৩ – নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান ৭০৭ বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই প্রাণ হারায়।

১৯৮৭ – ফিলিপাইনের সেনাবাহিনী ১৫ হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালালে ১৩ জন নিহত হয়।

১৯৯১ – উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।

১৯৯৮ – হোয়াইট হাউসে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর ব্যাপার নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটন এবং পি এলও-এর প্রয়াত চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে প্রথমবার বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৯৯ – দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয়।

২০০৭ – ইরাকের বাগদাদ শহরে বাব আল-সারকি বাজারে দুটি গাড়ী বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৮৮ জন নিহত হয়।

জন্ম:

৮২৬ – জন্ম গ্রহণ করেছিলেন মোনটোকু, তিনি ছিলেন জাপানি সম্রাট।

১২৬৩ – ইমাম ইবনে তাইমিয়া (রহ.) জন্মগ্রহণ করেন।

১৫৬১ – ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন জন্মগ্রহণ করেন।

১৫৯২ – ফরাসি গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক পিয়ের গাসেঁদি জন্মগ্রহণ করেন।

১৬৪৫ – স্কটিশ নাবিক ও চর হান্টার ক্যাপ্টেন উইলিয়াম কিড জন্মগ্রহণ করেন।

১৭২৯ – জার্মান দার্শনিক ও লেখক গটহোল্ড ইফ্রয়িম লেসিং জন্মগ্রহণ করেন।

১৭৮৮ – অ্যাংলো বংশোদ্ভূত স্কটিশ কবি লর্ড বায়রন জন্মগ্রহণ করেন।

১৮৭৩ – খ্যাতিমান সাংবাদিক ও লেখক মৌলভী মজিবুর রহমান খাঁ জন্মগ্রহণ করেন।

১৮৭৫ – আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ডেভিড লিউয়েলিন ওয়ার্ক গ্রিফিথ জন্মগ্রহণ করেন।

১৮৯৭ – কবি, গায়ক, সুরকার ও লেখক দিলীপ কুমার রায় জন্মগ্রহন করেন।

১৯০৮ – নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ল্যেভ দাভিদোভিচ লান্দাউ জন্মগ্রহণ করেন।

১৯০৯ – জাতিসংঘের ৩য় মহাসচিব ইউ থান্ট, বার্মা জন্ম গ্রহণ করেন।

১৯১৬ – ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ হেনরি ডুটিলেউক্স জন্মগ্রহণ করেন।

১৯৩৬ – পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ অ্যালান জে হিগার জন্মগ্রহণ করেন।

১৯৩৮ – ব্রাজিলিয়ান ফুটবলার আলতেয়ার জন্ম গ্রহণ করেন।

১৯৪০ – ইংরেজ অভিনেতা ও গায়ক জন হুরট জন্মগ্রহণ করেন।

১৯৬২ – টেরেঙ্গানু এর ১৭ তম সুলতান মিজান জয়নাল আবেদিন জন্মগ্রহণ করেন।

১৯৭৭ – জাপানী ফুটবলার হিদেতোশি নাকাতা জন্মগ্রহণ করেন।

১৯৮৫ – মালি ফুটবলার মোহাম্মদ সিসোকো জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৬৬৬ – মোগল সম্রাট শাহজাহান ইন্তেকাল করেন।

১৯০০ – টেলিপ্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক ডেভিড এ্যাডওয়ার্ড হিউজ মৃত্যুবরণ করেন।

১৯০১ – যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়া মৃত্যুবরণ করেন।

১৯২২ – নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ রাজনীতিবিদ ফ্রেডরিক ব্যাজের মৃত্যুবরণ করেন।

১৯২২ – ফরাসি গণিতবিদ ও অধ্যাপক ক্যামিল জর্দান মৃত্যুবরণ করেন।

১৯৪২ – মরমী সঙ্গীতশিল্পী উমা বসু হাসি মৃত্যুবরণ করেন।

১৯৬৮ – মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.) ইন্তেকাল করেন।

১৯৭৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন মৃত্যুবরণ করেন।

১৯৯৪ – আমেরিকান অভিনেতা টেলয় সাভালাস মৃত্যুবরণ করেন।

১৯৭৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন মৃত্যুবরণ করেন।

২০০৮ – আমেরিকান অভিনেতা রবার্ট গারি মৃত্যুবরণ করেন।

২০০৮ – অস্ট্রেলিয়ান অভিনেতা ও পরিচালক হিথ লেজার মৃত্যুবরণ করেন।

২০১০ – অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার বেটি উইলসন মৃত্যুবরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news