ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর মূল শুমারি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১০-২৬ ডিসেম্বর দেশব্যাপী অর্থনৈতিক শুমারি ২০২৪ এর কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষ উক্ত সভার আয়োজন করে উপজেলা পরিসংখ্যান কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাওসার আলী অনুষ্ঠানের শুরুতে অর্থনৈতিক শুমারি বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভায় বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌর সভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, চেয়ারম্যান রেজাউল হক, চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার আহসান হাবীব, তাহেরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল, উপাধ্যক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, অধ্যাপক শহীদুজ্জামান মীর, হাসানুজ্জামান মীর প্রধান শিক্ষক তাহেরপুর রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এলিস।
এ সময় উপজেলা পরিসংখ্যান অফিসের জেএসএ তাইফুর রহমান, চেইনম্যান মতলেবুর রহমান সহ
কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
অর্থনৈতিক শুমারি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সুনির্ধারিত অর্থনৈতিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট সমগ্রকের। (Population) সকল অর্থনৈতিক ইউনিটের পূর্নাঙ্গ গণনা পদ্ধতি। একটি দেশের সকল অর্থনৈতিক ইউনিট সংক্রান্ত অর্থনৈতিক তথ্য সংগ্রহ প্রক্রিয়া, সংকলন, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং প্রকাশনাকে অর্থনৈতিক শুমারি হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থনৈতিক শুমারিতে স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠানসহ অর্থনৈতিক কর্মকান্ডসম্পন্ন খানার তথ্য সংগ্রহ করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew