ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের মেয়র পদের প্রার্থী রহমত আলী রব্বান সংবাদ সম্মেলন করেছে।
শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বতর্মান মেয়র আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাজী এনামুল হকের সন্ত্রাসী বাহিনী তার উপরে হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি বিএনপি মনোনীত প্রার্থী হওয়ায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের সময় আমি আমলা ইউনিয়নের নয়নপুর থেকে মিরপুর পৌরসভার সিরাজুল ইসলামের বাড়ীর সামনে পৌছালে মিরপুর পৌর নির্বাচনের মেয়র প্রার্থী এবং বর্তমান মেয়র এনামুল হকের সন্ত্রাসী বাহিনী আমার রাস্তা অবরোধ করে। আমাকে এবং আমার ভাগ্নে আরিফকে হত্যার উদ্যোশে আমাদের উপর হামলা চালায়। এসময় পৌর এলাকার সাহাজুল ইসলামের ছেলে আরিফ তার হাতে থাকা হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করে। মাথায় হেলমেট থাকার সুবাধে আমি বেচে যায়। তবে হেলমেট ভেঙ্গে যায় এবং আমার সাথে থাকা আমার ভাগ্নে আরিফকে আঘাত করে মারাত্বক ভাবে রক্তাত করে। এছাড়া আমাদের সাথে থাকা নাদিম হায়দার লাদেনকেও উজ্জল, তফেলসহ বেশ কয়েকজন আঘাত করে আহত হবে। পরে আমরা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক সাইদুর রহমান মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সংগ্রাম খান জিল্লু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তুষার আহমেদ জামু প্রমুখ।