ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থার নির্বাচন ঘনিয়ে আসছে। সম্প্রতি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নির্বাচন শেষ করে নতুন বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তরেরও চিন্তাভাবনা আছে। যদিও বর্তমান কমিটির মেয়াদ এখনও শেষ হয়নি। তবুও সময় শেষ হওয়ার আগেই তারা সারতে চায় নির্বাচনের আনুষ্ঠানিকতা।
এদিকে মঙ্গলবার বোর্ড মিটিং শেষে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আসন্ন বিসিবির নির্বাচনে তার কোন প্যানেল থাকবে না। তিনি বলেন, এবারের নির্বাচনটা ভিন্ন। আসলে এটা নতুন চিন্তা না সব আগের মতোই।
বিসিবি বস আরও বলেন, আমি মনে প্রাণে চাচ্ছি নতুনরা আসুক। এবারই প্রথম, আজকে আবারও জানিয়ে দিচ্ছি, আমার কোন প্যানেল নেই। যে খুশী দাঁড়াতে পারবে। নির্বাচন হবে। জিতে আসতে পারলে আসবে।