ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিম্নমানের কুমরা বীজ রোপণ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। বীজ থেকে তৈরি হয়নি কোন চারা। নিয়মিতই ক্ষতির শিকার হতে হয় কৃষকদের।
গোমস্তাপুর সদর ইউনিয়নের লালকোপরাসহ বেশ কিছু এলাকায় কুমরা চাষের জন্য বীজ ক্রয় করেন কৃষকরা। কিন্তু চলতি মৌসুমে কুমরা চাষীদের মাথায় হাত। কৃষিবিদ সিড নামে একটি কোম্পানির বীজ বপন করে কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখিন হয়েছেন কৃষকরা। ক্ষতিপূরণের পাশাপাশি অসাধু বীজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
লালকোপরা গ্রামের কৃষক শামিম জানান, হাজারো টাকা খরচ করে কৃষিবিদ কোম্পানীর বীজ কিনে বপন করার পর অনেক সময় চারা গজায়না। তাই শুধু বীজ কেনার আর্থিক ক্ষতিই নয়, আবাদের ব্যয়সহ বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে।
এ ছাড়া পালশা গ্রামের কৃষক আন্জারু জানান, ৪৭ বিঘা জমির জন্য কৃষিবিদ লাবনী বিজ সংগ্রহ করি কিন্তু আমার কোন বীজ থেকে চারা গজায়নি। পরবর্তী বীজ দোকানদারকে সাথে নিয়ে কোম্পানি লোকেদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কোন প্রকার উত্তর পায়নি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বে থাকা সাদিকুল ইসলাম নামে কোম্পানীটির এক কর্মকর্তার সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোন বিষয় আমরা জানিনা।
এদিকে বীজ সরবারহকারী ডিলার ময়েন উদ্দিন জানান, মানহীন বীজ বিক্রি বন্ধ রেখে কোম্পানিকে বিষয়টি একাধিকবার জানানো হলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার তানভির আহম্মেদ সরকার জানান, বিষয়টি আমি শুনেছি, এ এলাকায় ওই কোম্পানীর বীজ বিক্রি বন্ধ রাখা হয়েছে এবং ডিলার ময়েনউদ্দীনসহ কোম্পানীর সেলস অফিসারকে আমার অফিসে যোগাযোগ করতে বলা হলেও তারা আমার অফিসে যোগাযোগ করেনি। তবে এ বিষয়ে কোন অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।