ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় গোমস্তাপুর উপজেলার ৮ টি ইউনিয়নের নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চেয়ারম্যান পদে ২ জন ও সাধারণ সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন রাধানগরে আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী মুকুল চৌধুরী ও পার্বতীপুরে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক।
এছাড়া সাধারণ সদস্য পদে চৌডালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে শামিম আকতার ও৬ নংওয়ার্ডে বদিউল ইসলাম।
আলীনগর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে আবুল বাসার, ৫নং ওয়ার্ডে মুকুল হোসেন ও ৬নং ওয়ার্ডে আব্দুল হাকিম। বাংগাবাড়ী ইউনিয়নে ৪নং ওয়ার্ডে ফিরোজ আলী, ৮নং ওয়ার্ডে মনিরুল ইসলামও রেজাউল করিম।রাধানগর ইউনিয়নে ২নং ওয়ার্ডে সাদেকাতুল বারি।
পার্বতীপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে সুজাউর রহমান ও ৩নং ওয়ার্ডে সুমন হোসেন। রহনপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডে আব্দুল আলিম ও ৪নং ওয়ার্ডে সানাউল ইসলাম।
গোমস্তাপুর ইউনিয়নে ৭ং ওয়ার্ডে তরিকুল ইসলাম ও ৮নং ওয়ার্ডে সোবহান আলী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।