IMG-LOGO

শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গরমে যেসব পানীয় পান করলে স্বাস্থ্য ঝুঁকি বাড়েত্রিশালে বাসের ধাক্কায় ৩ অটোরিকশার যাত্রী নিহতসোমালিয়ায় জিম্মি জাহাজ উদ্ধার নিয়ে যা জানালেন ড. হাছান মাহমুদ‘বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নির্যাতনের শিকার’একনেকে ১১ প্রকল্প অনুমোদনআজ ঢাবি ভর্তি পরীক্ষার ফলযুক্তরাষ্ট্রে নিজ বাসায় পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতপোরশায় স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক কর্মশালাগোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত ১ জনের মৃত্যুরায়গঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটামশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে রাসিকের ওয়ার্ড পর্যায়ে বিশেষ অভিযানমোহনপুরে খেটে খাওয়া মানুষদের মাঝে সাংবাদিকদের ইফতার বিতরণভবানীগঞ্জ বাজারে গ্রীণ সুপার মার্কেটে ইফতার ও দোয়া মাহফিলগোদাগাড়ীতে নির্মাণাধীন ভবনে মিললো তরুণীর লাশরাজশাহী মহিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
Home >> টপ নিউজ >> প্রবাস >> থামছে না প্রকোপ, বিশ্বজুড়ে আরও ৬ হাজার মৃত্যু

থামছে না প্রকোপ, বিশ্বজুড়ে আরও ৬ হাজার মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : পৃথিবীব্যাপী তাণ্ডব অব্যাহত রয়েছে প্রাণঘাতি করোনার। যাতে গত একদিনেও প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানির সংখ্যা ১০ লাখ ৭২ হাজার পেরিয়েছে। নতুন করে সাড়ে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হলেও ভাইরাসটি থেকে বেঁচে ফিরেছেন এখন পর্যন্ত ২ কোটি প্রায় ৭৯ লাখ ভুক্তভোগী।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫৮ হাজার ৪৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ২৬৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ৫ হাজার ৮০৮ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ লাখ ৭২ হাজার ২১৮ জনে ঠেকেছে।

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন আড়াই লাখের বেশি রোগী। এতে করে করোনামুক্ত হওয়ার সংখ্যা বেড়ে ২ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৬৩৯ জনে পৌঁছেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এর পরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে সংক্রমণ মাত্রা ছাড়ায়। সে সব দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি। ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭৮ লাখ ৯৪ হাজার ৪৭৮ জন মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৪৮ জনের।

সংক্রমণের নিরিখে দুইয়ে থাকা ভারতে গত একদিনেও ৭৩ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৭৭ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ৭ হাজার ৪৫০ জনের।

প্রাণহানির তালিকায় দুই নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৫০ লাখ ৫৭ হাজারের বেশি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৪৯ হাজার ৬৯২ জনে ঠেকেছে।

এছাড়া পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ায় সংক্রমণের হার আগের মতোই। যেখানে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১২ লাখ ৭২ হাজারের বেশি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৫৭ জনে।

কলম্বিয়ায় শনাক্ত ৮ লাখ ৯৪ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪৯৫ জনের।

স্পেনে আক্রান্ত ৮ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। প্রাণ গেছে ৩২ হাজার ৯২৯ জনের।

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ৮ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৩ হাজার ২২৫ জনের।

পেরুতে আক্রান্ত ৮ লাখ ৪৩ হাজার ৩৫৫ জন। যেখানে মৃতের সংখ্যা ৩৩ হাজার ১৫৮ জনে ঠেকেছে।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৮ লাখ ৪ হাজারের বেশি। সেখানে প্রাণ গেছে ৮৩ হাজার ৯৬ জন মানুষের।

ফ্রান্সে করোনার ভুক্তভোগী প্রায় ৬ লাখ ৯২ হাজার। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩২ হাজার ৫৮৩ জনের।

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৫৪৭ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা পৌনে ছয় লাখের বেশি। যেখানে প্রাণ ঝরেছে ৪২ হাজার ৬৭৯ জন ভুক্তভোগীর।

ইরানে করোনার শিকার ৪ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ২৮ হাজার ৯৮ জনের।

চিলিতে সংক্রমিত ৪ লাখ ৭৭ হাজার ৭৬৯ জন মানুষ। এর মধ্যে ১৩ হাজার ২২০ জনের প্রাণ কেড়েছে করোনা।

ইরাকে ভাইরাসটির ভুক্তভোগী প্রায় ৩ লাখ ৯৮ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯ হাজার ৭৩৫ জনের।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৪৭৭ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news