ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের চোখ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিকে। কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন। এমন একটা প্রশ্নবোধক চোখে গোটা বিশ্বই দেখছে মার্কিন নির্বাচনকে। ইতোমধ্যে ১০ কোটি আগাম ভোট দেয়া হয়েছে। এখন চলছে ইলেক্টোরাল ভোট।
তবে ইতোমধ্যে উভয় প্রার্থীই ইলেকটোরাল কলেজের ভোট পাওয়ার দিক থেকে শতকের ঘর পেরিয়ে গেছেন। যদিও জো বাইডেন এখন পর্যন্ত দুইশর বেশি ভোট পেয়েছেন। সে হিসেবে হোয়াইট হাউজের পথে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তবে প্রেসিডেন্ট হতে গেলে পেতে হবে ২৭০টি ভোট।
যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্টের বেশিরভাগ রাজ্যের ভোটগ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ ভোট গ্রহণ শেষ হতে যাচ্ছে আলাস্কা এবং হাওয়াইতে। তবে কে বিজয়ী হবেন তা বলার মতো সময় এখনো আসেনি।
ভোট প্রাপ্তির হিসাব-নিকাশে এখনো বড় ধরণের কোনো পরিবর্তন আসেনি। তবে ব্যাটেলগ্রাউন্ড বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোর ভোট প্রাপ্তির ওপরেই প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারটি অনেকাংশে নির্ভর করছে।
এখন অবধি হোয়াইট হাউজের পথে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে তাতে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। যেকোনো মুহূর্তেই ফলাফল পরিবর্তন হয়ে যেতে পারে। আর তখন এগিয়ে থাকা জো বাইডেন পেছনে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।