ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজাল সরকার (৭৩) মারা গেছেন। শুক্রবার শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নওটিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যদায় সন্মান প্রদর্শন শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বৃহসপতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ২ টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না……….রাজিউন)। আবু আফজাল সরকার উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নওটিকা গ্রামের মরহুম তছির উদ্দীন সরকারের ৩য় ছেলে।
নিহতের কফিনে শ্রদ্ধার সাথে ফুল দিয়ে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। সহকারি পরিদর্শক (এসআই) বজলুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ গার্ড অব অনার প্রদর্শন করেন।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ড আজিজুল আলম,বীর মুক্তি যোদ্ধা জনাব আলী, মুক্তি যোদ্ধা সহিদুল ইসলাম, বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রঞ্জু, ছেলে নাহিদ হাসান সুমন ও সোহেল রানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
পারিবারিক সুত্রে জানা যায়, কিডনি, ডায়াবেটিকসহ বাধ্যকজনিত কারণে নানান রোগ ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু আফজাল সরকার। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে ,নানি-নাতনিসহ অসংখ্য গুণীগ্রাহী রেখে গেছেন।
তার সহযোগী মুক্তিযোদ্ধারা জানান,১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে- আলাইপুর সীমান্ত হয়ে ভারতে যান এবং সাহেবরামপুর যুব প্রশিক্ষণ শিবিরে ভর্তি হন। নাটোর জেলার লালপুর, বাঘার বাউসা এবং চারঘাট উপজেলার সরদহ পুলিশ একাডেমি অপারেশন তাঁর জীবনের স্বরণীয় ঘটনা। তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র থাকাকালিন সময়ে তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন।##
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew