ধূমকেতু নিউজ ডেস্ক : হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে বা কল করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকেই। সমস্যা দেখা দিয়েছে ইনস্টগ্রামেও। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার পর থেকেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
এ সমস্যা বিশ্বজুড়ে। সার্ভারে ত্রুটির জন্য এমনটা হচ্ছে বলে জানা গেছে। বড় ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ‘ডাউনডিটেক্টর’নামে একটি ওয়েবসাইট। তারা জানিয়েছে, হাজার হাজার ব্যবহারকারী বিষয়টি নিয়ে প্রতি মুহূর্তেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে অসুবিধার অভিযোগ দিচ্ছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news