ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গত বছরের তুলনায় চলতি বছর আমন ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এবার প্রায় ৪ হাজার মেঃ টন ধান উৎপাদন বেশি হয়েছে। উপজেলা কৃষি বিভাগের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
সম্প্রতি শেষ হওয়া আমন মৌসুমের ধান কর্তনের চূড়ান্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, এবার আমন মৌসুমে ১৫ হাজার ৫ শ ১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়। এরমধ্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের আবাদ হয় ১২ হাজার ৬৪০ হেক্টর জমিতে। এর মধ্যে ২০ হেক্টর জমির ধান বন্যায় ক্ষতিগ্রস্থ হয়।
এছাড়া, ১শ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ও ২ হাজার ৮ শ ১৫ হেক্টর জমিতে স্থানীয় জাতের (চিনি আতব) ধান চাষ করা হয়। এতে উফশী ধানের উৎপাদন হয়েছে ৪২ হাজার ৭ শ ৭মেঃ টন, হাইব্রিড ২ শ২০ মেঃ টন ও স্থানীয় জাতের ধান উৎপাদন হয়েছে ৫ হাজার ২ শ ৮ টন।
এদিকে, চলতি আমন মৌসুমে প্রতি হেক্টর ধান উৎপাদন হয়েছে ৩.১১ মেঃ টন। যা গত বছর ছিল হেক্টর প্রতি ২.৮৬ মেঃটন। তবে শেষ মূহূর্তে বিভিন্ন রোগ-বালাইয়ের কারণে ধানের উৎপাদন কিছুটা কম হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।