ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগে শুক্রবার (১৪ অক্টোবর) দিগন্ত প্রসারী সংঘ ৪৪ রানে রানীনগর ক্রিকেট ক্লাবকে হারায়।
টসে হেরে দিগন্ত প্রসারী সংঘ ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৬০ রান। দলের পক্ষে ফরহাদ ৫০ ও ইমন ৪৫ রান করেন। বিপক্ষে রিপন ২৯ রানে ৪টি ও ইয়াসিন ২৯ রানে ২টি উইকেট নেন।
জবাবে রানীনগর ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৬ রান। দলের পক্ষে আহামিদ ২১ ও নেহান ২৭ রান করেন। বিপক্ষে ইমন ১৯ রানে ৫টি ও মাহাবুব ৩৩ রানে ২টি উইকেট নেন।
রোববার থেকে দুই মাঠে খেলা শুরু হবে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মুক্তি সংঘ ও বন্ধন ক্রীড়া চক্র আর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও সানরাইজ ক্লাব অংশ নেবে।