ধূমকেতু নিউজ ডেস্ক : টস জিতে কেন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস, সেটা খেলা শুরুর পরপরই বুঝিয়ে দিচ্ছেন তারা। টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে শুরুতেই চেপে ধরেছে ডাচরা। ১০ ওভার হওয়ার আগেই পাকিস্তানের ৩টি উইকেট তুলে নিয়েছেন ডাচ বোলাররা।
শুরুতেই ব্যর্থতার পরিচয় দিয়ে একে একে আউট হয়ে গেলেন দুই ওপেনার ফাখর জামান, ইমাম-উল হক এবং অধিনায়ক বাবর আজম। তিন টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে রীতিমত ধুঁকছে এখন পাকিস্তানিরা।
চতুর্থ ওভারেই পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন ডাচ বোলার লোগান ফন বিক। তাকে রিটার্ন ক্যাচ দিয়ে বসেন পাকিস্তানি ওপেনার ফাখর জামান। ১৫ বলে ১২ রান করে আউট হন তিনি। দলীয় রান ছিল তখন ১৫।
এরপর বাবর আজম এবং ইমাম-উল হক জুটি বাধেন। কিন্তু সেটা মাত্র ১৯ রানের। ১৮ বলে ৫ রান করে পল অ্যাকারম্যানের বলে সাকিব জুলফিকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর। দলের রান ছিল এ সময় ৩৪।
৩৮ রানের মাথায় আউট হয়ে যান ইমাম-উল হকও। ১৯ বলে ১৫ রান করেন তিনি। পল ফন মিকেরেনের বলে আরিয়ান দত্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমাম-উল হক।
এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮। ৪ রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান।