ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনকে সহায়তার উদ্দেশ্যে একটি প্রতিরক্ষা প্লেনসহ ৫৮ সদস্যের একটি দল পাঠানোর ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন।
এক বিবৃতিতে নিউজিল্যান্ড এই ঘোষণা দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা ওই দল ইউরোপ মহাদেশজুড়ে সরঞ্জাম এবং সরবরাহ পরিবহন করবে। তবে এটি সরাসরি ইউক্রেনে প্রবেশ করবে না।
এতে রুশ সামরিক অভিযানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জাসিন্ডা বলেন, “একটি দেশের সার্বভৌমত্বের উপর এমন নির্মম আক্রমণ আমাদের সকলের জন্যই হুমকি।” সূত্র: বিবিসি