ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৩০৩ টি এবং মাধ্যমিক পর্যায়ে ৩৬ লক্ষ ২৪ হাজার ৮৩০টি বই বিতরনের লক্ষ্যমাত্রা নিয়ে বই উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ।
এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ পরাণ নয়ন, সদর উপজেলা শিক্ষা অফিসার নায়ার সুলতানাসহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, নওগাঁ বিজিবি ১৬ ব্যাটালিয়ন পরিচালিত সীমান্ত পাবলিক স্কুলে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করে ১২দিন ব্যাপী বই উৎসব শুরু হয়েছে। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এটিএম আহসান হাবিব বিশেষ অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন। এসময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা ইমরোজ-এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে প্রতি শ্রেনীর তিনজন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়।