ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস বাদুড় অথবা অন্য কোনো প্রাণী থেকেই মানুষের শরীরে এসেছে এমনটিই বলছে অনেকে। তবে এখন প্রশ্ন হলো– মহামারী এ ভাইরাসের কারণে কি কোনো প্রাণী দায়ী।
বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সেই তত্ত্বের তালাশ নিয়েছেন বিবিসির পরিবেশবিষয়ক প্রতিবেদক হেলেন ব্রিগস।
ফ্রেঞ্চ রিসার্চ ইন্সটিটিউট সিরাডের জন্য ভাইরাস তালাশ করে বেড়ান ড. ম্যাথিউ বার্গারল। ইউনিভার্সিটি অব জিম্বাবুয়ের সহকর্মীদের সঙ্গে কাজ করতে গিয়ে বাদুড়ের নমুনা ও মল সংগ্রহের জন্য তাকেও গুহায় যেতে হয়।
এসব নমুনা ল্যাবে পৌঁছালে বিজ্ঞানীরা বাদুড়ের শরীরে থাকা ভাইরাসের জিন বিন্যাস বের করেন। এভাবে তারা কয়েক রকম করোনাভাইরাস খুঁজে পেয়েছেন, যার মধ্যে আছে সার্স ও সার্স-সিওভি-২।
বাদুড় শরীরে যত ধরনের ভাইরাস বহন করে, সেগুলোর বিবর্তন ও জেনেটিক রূপ নিয়ে গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন দেশে। ম্যাথিউ বার্গারলদের গবেষণাও তারই অংশ।
ইউনিভার্সিটি অব জিম্বাবুয়ের ড. এলিজাবেথ গোরি বলেন, ফসলের ক্ষেতে সার হিসেবে বাদুড়ের বিষ্ঠা সংগ্রহ করতে হয়। বাদুড়ের শরীরে কোন কোন পরজীবী আছে তা জানাটা দরকার। কারণ বাদুড় থেকে তা মানুষের শরীরে সংক্রমিত হতে পারে।
করোনাসহ অন্যান্য ভাইরাসের কারণে বাদুড় নিয়ে মানুষের মধ্যে বয় বেড়ে। তবে বাদুড় বিশেষজ্ঞরা ইতোমধ্যে একটি প্রচার শুরু করেছেন। তারা বলছেন- ‘বাদুড়কে দোষ দেবেন না’।
তাদের মতে, পৃথিবীতে যে প্রাণীগুলোকে মানুষ সবচেয়ে বেশি ভুল বোঝে এবং অবমূল্যায়ন করে, তার একটি হলো বাদুড়।
পুরা বিশ্বকে নাড়িয়ে দেয়া নতুন করোনাভাইরাসের আসল উৎপত্তিস্থল কোথায় তা এখনও জানা যায়নি। তবে বিজ্ঞানীদের একটি বড় অংশ একমত হয়েছেন। এই ভাইরাস মানুষের শরীরে পৌঁছেছে কোনো প্রাণীর মাধ্যমে, আর খুব সম্ভবত সেটি বাদুড়।
তবে সে জন্য বাদুড়কে দোষ দিতে রাজি নন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বণ্য প্রাণীর আবাসস্থলে মানুষের আনাগোনা বাড়াই সমস্যার মূল কারণ।
তথ্যসূত্র: বিবিসি