ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পতিত জমিগুলোতে ফুলকপি চাষে ব্যস্ত সময় অতিবাহিত করছেন কৃষকেরা।
একটা জায়গাও যেনো খালি না থাকে, প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর পতিত জমিগুলো আলগা না রেখে সময় মতো যে যার মতো করে চাষাবাদ করছেন অনেকেই। অব্যশ্য ইতিমধ্যেই শীতকালিন সবজি ফুলকপি বাজারে উঠতেও শুরু করেছে।
আধুনিক পদ্ধতিতে উন্নত বীজ ও নতুন চাষ পদ্ধতিতে কৃষি কাজের সবকিছু বদলে দিয়েছে। অন্যদিকে কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় সুফল পাচ্ছেন উপজেলার কৃষকেরা। চলতি মৌসুমে ফুলকপির ভাল ফলন আশা করছেন অধিকাংশ কৃষক।
মঙ্গলবার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এখনকার মতো বাজারদর ঠিক থাকলে গত বছরের খতির পরিমাণটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন এ উপজেলার কৃষকেরা।
এদিকে উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের ফয়সাল হোসেন জানান, নিজেদের চাহিদা মিটিয়ে ফুলকপি উপজেলার বিভিন্ন স্থানীয় হাট-বাজারে খুচরা ও পাইকারি হিসেবে বিক্রি করে থাকেন। তাছাড়া ফুলকপির পাশাপাশি একই সাথে বেশ কিছু সবজিরও চাষাবাদ করছেন তিনি।
তিনি আরও জানান, আমি আমার জমিতে পাতাকপির পাশাপাশি গতবারের মতো এবারও ফুলকপির চাষ করছি। বাজারের মূল্য ঠিক থাকলে আগামীতে কেউ আর জমিগুলো পতিত রাখবে না। সেই সঙ্গে অন্যান্য শীতকালিন সবজির পাশাপাশি ফুলকপি চাষে আগ্রহী হবেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।