ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। মুকুলে মুকুলে ভরে গেছে আম গাছের প্রতিটি ডালপালা। অবশ্য এখনো পুরোপুরি মুকুল আশা শেষ হয়নি। আর কিছুদিন পড়েই উপজেলার প্রায় প্রতিটি আম গাছও ভরে যাবে মুকুলে মুকুলে। তখন ছড়াবে সেই মুকুলের সুবাসিত পাগল করা সু-ঘ্রাণ।
গাছে গাছে পুরোপুরি মুকুল না এলেও সোমবার মাঘের শেষ দিনে ফাল্গুনের শুরুতেই বাতাসে মিশে সৃষ্টি করেছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে তুলেছে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা দিচ্ছে আমের মুকুল।
এদিকে উপজেলার বেশকিছু পারিবারিক ভাবে লাগানো আমবাগানের মালিকদের সাথে কথা বলে জানা যায়, গত সপ্তাহের বৃষ্টি ছিল আমের মুকুলের জন্য ভাল, আমরা ইতিমধ্যেই আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি যে ফেব্রুয়ারীর শেষ প্রান্তে আরেকটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমনটি সময়ে আরেকটি বৃষ্টি হলে আমের জন্য আশির্বাদ স্বরূপ বলে মনে করছেন উপজেলার সচেতন আম বাগান মালিকেরা।