ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : শীতের আমেজ শেষ হতে না হতেই রাজশাহীর পুঠিয়ায় মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বদ্ধ জলাশয় ও নর্দমায় আবর্জনার অপরিস্কারের কারণে মশার প্রভাব বেড়েছে কয়েক গুন।
স্থানীয়দের অভিযোগ প্রতিবছর বাজেটে মশা নিধনে মোটা অংকের বরাদ্দ হলেও রহস্যজনক কারণে কর্তৃপক্ষ নানা অযুহাতে তাদের দায় সারছেন। তবে বিগত বছরের চেয়ে এবার অতিরিক্ত মাত্রায় মশার উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ লোকজন ডেঙ্গু আতংকে ভুগছেন।
পৌরসভার বিশেষ সূত্রে জানা গেছে, পৌরসভায় মশা নিধনের ফগার মেশিন রয়েছে। কিন্তু মেশিনটি বৎসরের শুধু একবার ব্যবহার করা হয়।
সাধারণ নাগরিকরা জানান, নাগরিক সুবিধার্থে নিয়মিত এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন, সড়ক বাতি, পানি নিস্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ ও মশা নিধন কার্যক্রম অব্যাহত রাখার নিয়ম রয়েছে। পুঠিয়া পৌরসভা গঠনের ২০ বছরেও সে সুবিধা বঞ্চিত পৌরবাসী।
এদিকে পৌরসভা গঠনের পর দীর্ঘ ১৪ বছর প্রশাসক ও প্রায় সাড়ে ছয় বছর থেকে নির্বাচিত জনপ্রতিনিধি (মেয়র) দ্বায়িত্ব পালন করছেন। অথচ এখনো পৌরবাসী মশা নিধনের কোনো সুবিধা পায়নি বলে অভিযোগ উঠেছে।
শরিফ হোসেন নামে একজন পৌরবাসী বলেন, নিয়মিত কর দিয়েও নাগরিকরা তাদের প্রাপ্য সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত। এ যাবত পর্যন্ত আমাদের এলাকায় কখনও সঠিক সময়ে মশা মারার কার্যক্রম চালায়নি পৌরসভা। প্রতি বছরে একবার করে শুধু রাস্তার দু’পাশ দিয়ে ধোঁয়া দিয়ে দায় সারে পৌরসভা।
শুধুমাত্র রাস্তার কয়েকটি স্থানে আলোকবাতি লাগিয়ে নামমাত্র নাগরিক সেবা দিচ্ছে।
৭ নং ওয়ার্ড কমিশনার যুবায়ের ইসলাম জেবের বলে, মশার উপদ্রব বেড়ে গেছে এ বিষয়ে আমাকে অনেকেই মৌখিক অভিযোগ করেছেন সেজন্য আমরা অচিরেই খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পৌর মেয়র আল মামুনকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।