ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাসহ ফুলজোড় ও ইছামতী নদীর বুকে চাষ করা হচ্ছে মিষ্টি আলু। বাম্পার ফলনের আশা প্রকাশ করছেন উপজেলার আলু চাষিরা।
অধিক উৎপাদিত সুমিষ্টি ফসল মিষ্টি আলুর চাহিদা অনুযায়ী প্রতি কেজি বাজার দর ১৫ থেকে ২০ টাকা ও এক মন ৬ শত থেকে ৮ শত টাকা পর্যন্ত বিক্রি করা যায়।
উপজেলার হাটপাঙ্গাসী ম্যান্দার গাঁতী গ্রামের কলেজ ছাত্র ওবায়দুল ইসলাম জানান, আমার বাবা বিভিন্ন নদীর বালুর চরে মিস্টি আলুর চাষাবাদ করতে দেখে বাড়ির পাশে পতিত দুই’ বিঘা জমিতে গত বছর মিষ্টি আলু চাষ করে ছিলেন, ফলনও বেশ ভালই হয়েছে। সেই থেকে গত বছরের ন্যায় এবারও সামান্য হলেও কিছু জমিতে মিস্টি আলু চাষাবাদ করেছেন আমার বাবা। লেখাপড়ার পাশাপাশি আমি আমার বাবার কাজে সহযোগীতা করে থাকি। আর তাছাড়া কিছুদিন পরেই আলু তোলা হবে।
উল্লেখ্য, কৃষকরা সাধারন্ত কার্তিক মাসে আলুর বীজ রোপন করে থাকে সিজন অনুযায়ী বছরের ফাল্গুন ও চৈত্র মাসে মিষ্টি আলু জমি থেকে উত্তলন করা হয়। উপজেলা ঘুরে বিভিন্ন নদীর চর এলাকায় মিষ্টি আলুর চাষাবাদ বেশি দেখা যায়। বিশেস করে উপজেলার ব্রহ্মগাছা ইছামতী নদীর বুকে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। এদেশের কৃষি সম্পসারন ব্যবস্থা কৃষির আধুনিকায়ন করে মিষ্টি আলু চাষে উৎপাদন ক্ষমতা বাড়াতে কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগীতা করা হচ্ছে।